গোল করার পর আরও একটি ভঙ্গি সুয়ারেজ করেছেন। কানের কাছে ডান হাত নিয়ে ফোন করার মতো একটা ভঙ্গি। অনেকেই বলছেন, সেটা তিনি করেছেন নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে দাঁড়াতে না পেরে গ্যালারিতে থাকা বার্সেলোনার কোচ কোমানের উদ্দেশে। বার্সেলোনা ছাড়ার কিছুদিন আগে নাকি সুয়ারেজকে ফোন করে ডাচ কোচ কোমান বলেছিলেন, তিনি তাঁর পরিকল্পনায় নেই! দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফুটবল বিশ্বে এখন অনেকেই বলছেন, কোমানের সেই ফোনের জবাব এভাবে দিয়েছেন সুয়ারেজ।
কিন্তু ম্যাচ শেষে সুয়ারেজ বলেছেন, এ ভঙ্গি কোমানের উদ্দেশে নয়। ফোন করার ভঙ্গিটা কেন করেছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন আতলেতিকোর উরুগুইয়ান স্ট্রাইকার, ‘এটা তাদের জন্য করেছি, যারা জানে যে আমার আগের সেই নম্বরই আছে এবং আমি পুরোনো সেই ফোনই ব্যবহার করছি। এটা কোমানের উদ্দেশে নয়।’
সে যা-ই হোক, সুয়ারেজ কাল কোমানকে যে একহাত নিতে পেরেছেন, সেটি না বললেও চলে।