রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্র এখনো করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। বিশ্বে করোনায় মোট শনাক্তের ১৯ ও মৃত্যুর ১৪ শতাংশই যুক্তরাষ্ট্রে ঘটেছে।
দ্রুত সংক্রমণশীল করোনার ডেলটা ধরনের কারণে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা আরও বেড়ে গিয়েছিল। তবে গত এক সপ্তাহের তথ্যের গড় বিশ্লেষণে দেখা গেছে, ওই সংখ্যা কমে গিয়ে বর্তমানে প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ ১৭ হাজার ৬২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি বলেছেন, এ সংকট শেষ হওয়া প্রয়োজন।
রয়টার্স বলেছে, যুক্তরাষ্ট্র বর্তমানে টিকার ভুয়া তথ্য নিয়ে ভুগছে। ফলে দেশটির জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ টিকা গ্রহণ থেকে বিরত থেকেছে। তবে দেশটিতে এখন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার কমেছে। কিন্তু দেশটিতে আরও করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
গত শুক্রবার রাশিয়ায় এক দিনে ৮৮৭ জন মারা গেছেন। করোনা শুরুর পর থেকে দেশটিতে এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। দেশটির ৩৩ শতাংশ মানুষ এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন।