বাতাসে গুঞ্জন, আজ রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পরই ভাগ্য নির্ধারিত হবে কোমানের। চ্যাম্পিয়নস লিগে টানা ব্যর্থতার পর আজ আতলেতিকোর বিপক্ষে হেরে গেলে বিপাকে পড়ে যাবে বার্সেলোনা। এমনিতেই দুজনের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত চলছে। এর মধ্যে এমন ফল দেখলে কোচের চাকরি নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
কিন্তু আজ ম্যাচের আগে কোমানকে আশ্বস্ত করেছেন বার্সেলোনা সভাপতি, ‘বার্সেলোনার কোচ হিসেবে কোমান তাঁর দায়িত্ব চালিয়ে যাবেন। কোচ হিসেবে তাঁর ওপর আত্মবিশ্বাস রাখাটা প্রাপ্য। কোমান একজন কুল (বার্সেলোনার ঘরের লোক) এবং বার্সেলোনার অংশ। আমি তাঁর সঙ্গে কথা বলেছি এবং আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। যেভাবে কঠিন সময়ে বার্সাকে নেতৃত্ব দিচ্ছেন, এটি প্রশংসনীয়।’