জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার বাদ এশা গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গণে জানাজার পর তাঁকে দাফন করা হয়।
জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জানাজায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, হামীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেনসহ জাতীয় পার্টির নেতা-কর্মী ও স্বজনেরা অংশ নেন। জানাজার আগে জিয়াউদ্দিন বাবলুর একমাত্র ছেলে আশিক তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।