স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আজকের আওয়ামী লীগও একই কায়দায় একদলীয় শাসনব্যবস্থার আদলে একটা রাষ্ট্রব্যবস্থা তৈরি করেছে। এ সংকট বিএনপির একার নয়, গোটা জাতির।
এমন একটি দেশ তাঁরা চাননি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। দেশে হত্যা, ধর্ষণ, গুম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ বিএনপির পাঁচ শর বেশি নেতা-কর্মীকে গুম করা হয়েছে। থানায় রেখে বিনা বিচারে হত্যা করা হয়েছে। বিএনপির ৩৫ লাখ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। আগের রাতে নির্বাচন করে ক্ষমতা দখল করেছে।