হারনাজ সান্ধুর মাথায় উঠল মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট। গত বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স মঞ্চের ভারতীয় প্রতিনিধি। ইসরায়েলে অনুষ্ঠেয় মিস ইউনিভার্সের ৭০তম আসরে ভারতের হয়ে অংশ নেবেন হারনাজ। চলুন, ছবিতে দেখে নিই এই আয়োজনে কিছু মুহূর্ত।
