তবে হ্যাঁ, একটা সমস্যা আছে। তা হলো, এলোমেলো বাতাস। এতে অনেক সময় এ দেশের একজন ‘লুঙ্গিম্যান’ কখনো কখনো অনিচ্ছা সত্ত্বেও হয়ে যেতে পারেন মেরিলিন মনরো। হয়তো খানিক মুহূর্তের অসতর্কতা জীবনে ফেলে দিতে পারে কালো দাগ। কিন্তু এই পৃথিবীতে কোন কাজে ঝুঁকি নেই, বলুন তো? আমরা কি আগে থেকে বলতে পারব, কখন বায়ু বইবে শনশন, আর তাতে লুঙ্গি উড়বে ফরফর করে? তা–ও আবহাওয়ার পূর্বাভাস সব সময় বাস্তবায়িত হলে একটা কথা ছিল। অন্তত সে ক্ষেত্রে একধরনের পূর্বসতর্কতা নেওয়া যেতে পারে অবশ্য। তা ছাড়া কথায় তো আছেই, জীবনে ঝুঁকি নেই, তো অর্জনও নেই। কোন ঝুঁকিতে কী অর্জন হয়ে যায়, তা কে বলতে পারে!
সুতরাং লুঙ্গিপ্রেমীদের উদ্দেশে বলি, বিতর্কের বাতাসে ভেসে যাবেন না হুতাশে। বরং লুঙ্গির গিঁট বাঁধুন শক্ত করে। লুঙ্গি নিয়ে টানাটানির এই সময়ে ওটিই যে বেশি দরকার!
