কোভিডের প্রকোপ কমতে থাকায় যুক্তরাজ্য বিশ্বের ১৮টি দেশের নাগরিকদের বিনা বাক্যে সে দেশে প্রবেশ করতে দিচ্ছে। কোনো বিধিনিষেধের আওতায় এ দেশগুলোর নাগরিকদের পড়তে হবে না। এই ১৮ দেশের মধ্যে ভারত নেই। ভারতীয়দের সে দেশে গিয়ে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। ভারতের আপত্তির পর যুক্তরাজ্য জানিয়েছিল, তাদের আপত্তি ‘কোভিশিল্ড’ নিয়ে নয়। আপত্তি কোভিডের টিকার সনদ নিয়ে। যে পদ্ধতিতে টিকা প্রাপকদের সনদ দেওয়া হচ্ছে তা নিয়ে। এর জবাবে ভারত জানিয়েছিল, সনদ নিয়ে কোনো অনিয়ম বা আপত্তির অবকাশ নেই। কিন্তু তা সত্ত্বেও যুক্তরাজ্য নিয়ম বদল করেনি। যুক্তরাজ্যের হাইকমিশনের এক মুখপাত্র গত শুক্রবার বলেন, যুক্তরাজ্য এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। পর্যায়ক্রমে তারা নিয়মনীতিতে বদল ঘটাচ্ছে। ভারতীয়দের নিয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে।
