এর আগে গত মাসের শুরুর দিকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষার দাবি জানায় উত্তর কোরিয়া। এসব পরীক্ষার মধ্য দিয়ে দেশটি ‘অস্থিরতা এবং নিরাপত্তাহীনতা’ বাড়িয়েই চলেছে বলে গত মঙ্গলবার জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করার বিষয়ে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।