ম্যাচ শেষে পিকে এতটাই বিরক্ত যে বলেই বসেছেন, আরও অনেকটা সময় খেললেও নাকি আতলেতিকোর জমাট রক্ষণ ভেঙে গোল করা সম্ভব ছিল না বার্সেলোনার পক্ষে, ‘আমরা আরও তিন ঘণ্টা ধরে খেললেও আতলেতিকোর বিপক্ষে গোল করতে পারতাম না।’ পিকের কথা শুনে আতলেতিকোর ডিফেন্ডাররা নিজেরাই নিজেদের পিঠ চাপড়ে দিচ্ছেন হয়তো!
কিন্তু বুসকেতসের সঙ্গে কী নিয়ে লেগে গিয়েছিল পিকের? সেটার ব্যাখ্যাও দিয়েছেন অভিজ্ঞ এই সেন্টারব্যাক, ‘আমরা এটা নিয়ে আগেও কথা বলেছিলাম যে কখন লেমার জোয়াও ফেলিক্সের উদ্দেশে বল পাঠায় আর কখন ফেলিক্স সে বলটা ধরার জন্য আমাদের রক্ষণভাগে ঢুকে গিয়ে বাড়তি চাপ সৃষ্টি করে। তখন ফেলিক্সকে অনুসরণ করা একজনের কাজ। সে কাজটা আমরা করতে পারিনি। ভয়, আশঙ্কা যে কারণেই হোক না কেন।’