বার্সেলোনার সাবেক স্ট্রাইকার ম্যাচের আগের দিনই বলেছিলেন গোল পেলেও উদ্্যাপন করবেন না। গোল করার পর তা তিনি করেনওনি। বরং গোল করার পর তাঁর সতীর্থরা যখন উৎসব করতে দৌড়ে এসেছেণ, সুয়ারেজ বার্সেলোনার সমর্থকদের দিকে করজোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেছেন।
সুয়ারেজ যতই ক্ষমা চাওয়ার ভঙ্গি করুন না কেন, তাঁর এই গোলে হয়তো সর্বনাশ হয়েছে বার্সেলোনার ডাচ কোচ কোমানের। দলের এমন ব্যর্থতার পর ক্যাম্প ন্যুয়ে তাঁর চাকরি আর না থাকারই কথা। সেটা বোঝা গেছে গ্যালারিতে বসে করা কোমানের রাগ দেখানোর ভঙ্গিতেও।
দ্বিতীয়ার্ধে কোমানকে মোবাইল ফোনে আরও একবার কথা বলতে দেখা যায়। হয়তো ডাগআউটে দাঁড়ানো সহকারি কোচকে কোনো নির্দেশনা দিচ্ছিলেন তিনি। কিন্তু সেই নির্দেশনা যে কোনো কাজে আসেনি সে তো ম্যাচের ফলই বলে দেয়!