ক্রিকেটের লাইভ স্ট্রিমিংয়ের ওয়েবসাইট ফ্যান কোডের সঙ্গে কথোপকথনে ধোনিকে সাদা বলের সর্বকালের সেরা অধিনায়ক বলার ব্যাখ্যা হিসেবে তাঁর রেকর্ডগুলোকেই সামনে নিয়ে এসেছেন শাস্ত্রী, ‘ধোনি সর্বকালের সেরা সাদা বলের অধিনায়ক। একবার শুধু আইসিসি টুর্নামেন্টগুলোতে তার রেকর্ডের দিকে তাকান। সে কী জেতেনি? আইপিএল, চ্যাম্পিয়নস লিগ, সব ধরনের আইসিসি টুর্নামেন্ট, দুটি বিশ্বকাপ। সত্যি বলতে কী, সাদা বলের ক্রিকেটে (অধিনায়ক হিসেবে) কেউ তার কাছাকাছি নেই।’
