বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে আধিপত্যের সুযোগ নিয়ে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ নষ্টের দায়ে গুগলকে ৫০০ কোটি ডলার জরিমানা করে ইউরোপীয় ইউনিয়ন। গুগল সে জরিমানার বিরুদ্ধে আদালতে আপিল করেছে। বিং সার্চে সবচেয়ে বেশি খোঁজা শব্দ গুগল, এমন দাবি আপিলের নথিতে করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ ছিল, স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তার সুযোগ নিয়ে ডিভাইসগুলোয় পূর্বনির্ধারিত (ডিফল্ট) সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ঠিক করে দেওয়া হচ্ছে। সে অভিযোগ ঠিক নয় বলে উল্লেখ করেছে গুগল। বলেছে, তাদের সেবা এমনিতেই সবচেয়ে জনপ্রিয়।
আপিলে গুগল লিখেছে, ‘আমরা প্রমাণসহ দেখিয়েছি, বিংয়ে সবচেয়ে বেশি খোঁজা শব্দ হলো “গুগল’। মানুষ স্বেচ্ছায় গুগল ব্যবহার করে, জোরপূর্বক নয়।’ গুগল জানায়, জরিপে দেখা যায়, ৯৫ শতাংশ ব্যবহারকারী প্রতিদ্বন্দ্বীদের সেবাগুলোর তুলনায় গুগল বেশি পছন্দ করে।