নন্দীগ্রামে হেরেও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ টিকিয়ে রাখতে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচন লড়েছেন তিনি। ভোট গ্রহণ হয়েছে গত বৃহস্পতিবার। আগামীকাল রোববার প্রকাশিত হবে ভোটের ফল। এদিন দুপুর নাগাদ জানা যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতার ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে কি না। নাকি নতুন করে প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে তাঁর রাজনৈতিক জীবন। একই সঙ্গে এদিন মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর ও সমশেরগঞ্জের উপনির্বাচনের ফলও প্রকাশিত হবে।
