উলে গুনার সুলশারের দল অবশ্য এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পেরে নিজেদের ভাগ্যবান ভাবতে পারে। ৮৬ মিনিটে অতিথি দল দ্বিতীয় গোল করে বসেছিল। কিন্তু ইয়েরি মিনার গোলটি ভিএআর অফসাইডের কারণে বাতিল করে দেয়।
জিতলেই লিগের শীর্ষে যাওয়া যাবে, এমন এক ম্যাচে একটু বেশিই পরীক্ষা করে ফেলেছিলেন সুলশার। বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ছিল। সে ম্যাচে ৯৫ মিনিটে গোল করে দল জেতানো রোনালদো আজ শুরু থেকে ছিলেন না মাঠে। শুধু রোনালদোই নন, সুলশার বসিয়ে রেখেছিলেন পল পগবাকেও।
দলের সেরা তিন খেলোয়াড়ের দুজনকে বেঞ্চে রেখেও প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। ৪৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে গোল করেছেন অ্যান্থনি মার্শিয়াল। গত ফেব্রুয়ারির পর ইউনাইটেডের জার্সিতে গোল করেছেন চোট থেকে সেরে ওঠা মার্শিয়াল।