এই পরিচালক বলেন, ‘অনেক দিন পর শুক্রবার নতুন ছবি ‘চোখ’ ৩৮টি হলে মুক্তি পেয়েছে। এ কারণে কিছু বন্ধ হল খুলেছে। বিভিন্ন হলে সংবাদ নিয়ে দেখলাম, দর্শকের মধ্যে এখনো করোনার ভীতি কাটেনি। তবে এভাবে প্রতি সপ্তাহে নতুন নতুন ছবি মুক্তি পেলে হলের সংখ্যা বাড়বে, দর্শকও ফিরবেন। প্রত্যাশা আগামী নভেম্বর-ডিসেম্বর নাগাদ করোনার ভয় কেটে সিনেমাপাড়া জেগে উঠবে।’
