দল সূত্রে জানা গেছে, আজকের প্রদর্শনীতে মঞ্চে থাকবেন আজাদ আবুল কালাম, শাখাওয়াৎ হোসেন রেজভী, রাহুল আনন্দ, শতাব্দী ওয়াদুদ, সানজিদা প্রীতি, সাইফুল জার্নাল, শাহানা সুমি, তপন মজুমদার, জাহাঙ্গীর আলম, শাহেদ আলী সুজন, জগন্ময় পাল, মিতুল রহমান, ফরহাদ হামিদ, মোহাম্মদ রফিক, রিফাত নোবেল, পারভীন সুলতানা কলি, গোপী দেবনাথ, চন্দ্রবিন্দু তোতা।
২০১৯ সালের ২৫ ডিসেম্বর নড়াইলের একটি নাট্যোৎসবে সর্বশেষ নাটকটির প্রদর্শনী হয়।
