জাপা মহাসচিবের জানাজা আজাদ মসজিদে, রাতেই দাফন

জিয়াউদ্দিন আহমেদ ১৯৫৪ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। ছাত্রজীবনে বাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ’৮০-এর দশকে সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের দলে যোগ দেন তিনি।

তিনি এরশাদ সরকারের উপমন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন। জিয়াউদ্দিন কয়েক বছর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের ভাগনি মেহেজাবুন্নেসা রহমানকে বিয়ে করেন। তাঁর প্রথম স্ত্রী অধ্যাপিকা ফরিদা আক্তার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। প্রথম স্ত্রীর সংসারে জিয়াউদ্দিনের এক ছেলে এক মেয়ে রয়েছে।

এদিকে দলের মহাসচিবের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে জাতীয় পার্টি। শনি থেকে সোমবার পর্যন্ত জাতীয় পার্টির প্রতিটি দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে, কালো পতাকা ওড়ানো হবে। রোববার কেন্দ্রীয় কার্যালয়ে হবে শোক সভা অনুষ্ঠিত হবে।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments