মহেন্দ্র সিং ধোনির চেন্নাই আগের মৌসুম শেষ করেছিল ৮ দলের মধ্যে সপ্তম হয়ে। আইপিএলে নিজেদের ইতিহাসে সেই প্রথমবার শেষ চারের আগেই থামতে হয়েছিল তাদের। এবার স্থগিত হয়ে যাওয়ার আগে শেষ ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ২১৮ রান করেও হেরেছিল তারা। আইপিএলের পরের অংশ শুরু হলো সংযুক্ত আরব আমিরাতে। সেই মুম্বাইয়ের বিপক্ষেই আগে ব্যাটিং করে প্রথম ম্যাচে চেন্নাই পরিণত হলো ৭ রানে ৩ উইকেট। সেখান থেকেও সে ম্যাচটা জিতল চেন্নাই, এরপর ছুটতে শুরু করল। এরপর টানা চার জয়ে এবারের মৌসুমে সবার আগে প্লে-অফ নিশ্চিত করল চেন্নাই।
হায়দরাবাদের বিপক্ষে আজকের ম্যাচে টেবিলের শীর্ষে থাকা চেন্নাইয়ের সমীকরণ ছিল এমন—জিতলেই নিশ্চিত প্লে-অফ। অন্যদিকে হারলে প্লে-অফ খেলার টিমটিম করে জ্বলতে থাকা আশাটুকুও শেষ হয়ে যাবে হায়দরাবাদের। শারজার ধীরগতির, নিচু বাউন্সের উইকেটে হায়দরাবাদকে ১৩৪ রানে আটকে দিয়ে মূল কাজটা করে রাখলেন চেন্নাই বোলাররা। এরপর রুতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু প্লেসি দেখালেন, এমন উইকেটেও কীভাবে ব্যাটিং করতে হয়। শেষ দিকে হায়দরাবাদ একটু লড়াই করলেও যথেষ্ট হয়নি সেটা।