সহকারী পরিচালক (প্রশাসন) পদে শেষ সময়ের প্রস্তুতি

২০১৭ সালে সহকারী পরিচালক (প্রশাসন) পদে ১০০ নম্বরের রচনামূলক পরীক্ষায় ভাবসম্প্রসারণ-০৫, ব্যাখ্যা-০৫, এককথায় প্রকাশ ও বাগ্​ধারা-০৫, ক্রিটিক্যাল রিজনিং-০৫, এমপ্লিফিকেশন-০৫, ট্রান্সলেশন ও রিট্রান্সলেশন-২০, ফোকাস রাইটিং-২৫, গণিত-১০, সংক্ষিপ্ত প্রশ্ন-১০, টিকা-১০ নম্বরের উত্তর লিখতে হয়েছিল। এবারও রচনামূলক পরীক্ষায় ১০০ বা ৭০ নম্বরের প্রশ্ন করা হতে পারে। রচনামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিসিএস লিখিত প্রস্তুতিবিষয়ক বইগুলো দেখতে পারেন। পাশাপাশি ফোকাস রাইটিং অংশের প্রস্তুতির জন্য বাংলাদেশের বিদ্যুৎ খাত, বর্তমান সরকারের উন্নয়ন ও সফলতা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ইস্যু সম্পর্কে বিস্তারিত তথ্য অবশ্যই পড়ে যাবেন। যেকোনো নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বরের ওপর মেধাতালিকায় স্থান পাওয়া অনেকাংশে নির্ভর করে, তাই লিখিত পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments