সহকারী শিক্ষক আমির হামজা বলেন, এটি উপজেলার সেরা একটি স্কুল। কিন্তু মাছবাজারের দুর্গন্ধে বিদ্যালয়ে টেকা দায়। ঠিকভাবে তাঁরা ক্লাস নিতে পারছেন না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আহসান উল্লাহ (৫০) বলেন, মাছবাজারের কারণে দুর্গন্ধ ছাড়াও সড়কে দীর্ঘ সময় ধরে যানজট লেগে থাকে। বাজারের স্থান পরিবর্তনের জন্য তাঁরা চেষ্টা করছেন।
প্রধান শিক্ষক শামছুন নাহার সুলতানা হক বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা সকাল সাড়ে নয়টা থেকে বেলা সোয়া তিনটা পর্যন্ত থাকেন। এ সময়টা পুরোদমে মাছবাজার চলে। একদিকে দুর্গন্ধ আর মানুষের কলরব অন্যদিকে সড়কে থাকে দীর্ঘ যানজট। মাছবাজারের কারণে বিদ্যালয়ের ৯ জন শিক্ষক আর ৩৭৪ জন শিক্ষার্থী ভোগান্তিতে রয়েছেন।