তুচ্ছ ঘটনার জেরে গত বুধবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচরে রিপন শরিফকে (১৬) ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় পুলিশ গতকাল বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের একজন মো. জনি, বাকি চারজন কিশোর বয়সী।
