গাজীপুরের কালীগঞ্জে রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) খাদে ছিটকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। গাড়িতে থাকা ওই ব্যক্তির স্ত্রী ও চালক আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে কালীগঞ্জের নলছাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম খান (৭২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। আহতরা হলেন তাঁর স্ত্রী দিলজুয়ারা খানম এবং গাড়িচালক বরিশালের উজিরপুর থানার হাবিবপুর গ্রামের আনছের আলী সরদারের ছেলে মো. সোলেমান মিয়া (৩২)। এ দম্পতি মিরপুর ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারে থাকেন।