সিধু নরম, চাপা পড়ছে কলহ, দল ছাড়বেন অমরিন্দর

পাঞ্জাবে শাসক কংগ্রেসের এই অভ্যন্তরীণ কলহের মাঝে বিদায়ী মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়ে দিলেন, কংগ্রেসে তিনি আর থাকবেন না, তবে বিজেপিতেও যোগ দিচ্ছেন না। কংগ্রেসের এই ডামাডোলের মধ্যে রাজ্য সফররত দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দেন, ভোটে জিতে সরকার গড়তে পারলে সব রাজ্যবাসীকে বিনা মূল্যে চিকিৎসা পরিষেবা দেবেন। পাঞ্জাব বিধানসভার ভোট আগামী বছরের মার্চ মাসে।

সিধুর বিদ্রোহের মাঝেই বুধবার দিল্লি আসেন বিদায়ী মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। দেখা করেন প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। পরে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। মুখ্যমন্ত্রিত্বে ইস্তফা দেওয়ার পরপরই তিনি জানিয়ে দিয়েছিলেন, বিকল্প রাজনীতির দরজা তিনি খুলে রাখছেন। সেই থেকে তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা প্রবল হয়ে ওঠে। তবে বুধবার রাতেই তিনি বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়ে দেন, এখনো কংগ্রেসে আছেন ঠিকই, তবে আর নয়। কংগ্রেস তিনি ছাড়বেন। তবে এর অর্থ বিজেপিতে যোগদান নয়।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments