রংপুরে এএসআই পেয়ারুল হত্যা মামলায় আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে হারাগাছের সিগারেট কোম্পানি মোড় এলাকা থেকে মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পারভেজকে গ্রেপ্তার করা হয়। এ সময় এএসআই পেয়ারুল ইসলামকে পারভেজ ছুরিকাঘাত করেন। পরদিন সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেয়ারুল মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা করেছে।

নিহত পেয়ারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি স্ত্রীসহ দুই শিশু রেখে গেছেন।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments