বাড্ডা থানা-পুলিশ বলেছে, শওকত নিজের বাইকে আগুন দিয়ে অন্যায় করেছেন। কিন্তু ট্রাফিক পুলিশের বিরুদ্ধে যে সুযোগ পেলেই রাস্তায় গাড়ি আটকিয়ে মামলার ভয় দেখিয়ে যানবাহনের চালকদের কাছ থেকে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে, তার বিহিত কী! এসব তো আরও বড় অন্যায়।
সড়ক পরিবহনের সর্বত্র বিশৃঙ্খলা। প্রথম আলোর খবর অনুযায়ী, ‘সড়ক, যান, চালক—কিছুই ঠিক নেই।’ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার সড়ক পরিবহন আইন করলেও সেটি কার্যকর করতে পারেনি পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনের বিরোধিতার মুখে। আইন করেছে আওয়ামী লীগ সরকার। আবার সেই আইনের বিরুদ্ধে ধর্মঘটও পালন করেছেন সরকার–সমর্থিত মালিক ও শ্রমিক সংগঠন।