প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহাবুবুর রহমান ও স্থানীয় দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক রফিকুল আনোয়ারকে মুঠোফোনে সপরিবার হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদ ও হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে চ্যানেল টোয়েন্টিফোরের নোয়াখালী প্রতিনিধি সুমন ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আলমগীর ইউসুফ, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, সাংবাদিক আবু নাছের মঞ্জু প্রমুখ।