এবার বিসিএসের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতির মডেল টেস্টের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সামনে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আগে নিজেকে যাচাই করে নিতে পারবেন এর মাধ্যমে। চাকরি পরীক্ষাগুলোর তারিখ দেওয়া শুরু হয়েছে। তাই প্রস্তুতিমূলক লেখাগুলো আপনাদের বিশেষ কাজে লাগবে। এ ছাড়া দেশ–বিদেশের সর্বশেষ আলোচিত ঘটনা পরীক্ষায় আসার মতো তথ্য দিয়ে সাজানো হয়েছে ‘চলতি ঘটনা’র এবারের সংখ্যা। সব মিলিয়ে সংগ্রহে রাখার মতো এবারের ‘চলতি ঘটনা’র এই বিশেষ সংখ্যা। আপনাদের সবার জন্য শুভকামনা।
*চাইলে প্রথমার মাধ্যমে অনলাইনেও অর্ডার দিতে পারবেন চলতি ঘটনা। অনলাইনে অর্ডারের জন্য এখানে ক্লিক করুন।