বিজিবি জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি, একটি দেশীয় তৈরি শটগান ও দুটি কার্তুজ জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, বিজিবির কাছে সংবাদ ছিল মাদক কারবারিরা মিয়ানমার থেকে বিপুল পরিমাণের ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ জন্য করইবুনিয়া এলাকার ধানখেতের পাশে অবস্থান নেন বিজিবির একদল সদস্য। একপর্যায়ে চার থেকে পাঁচজনের একটি মাদক কারবারি দল পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশে আসে। এ সময় চ্যালেঞ্জ করা হলে তারা দুই ভাগে বিভক্ত হয়ে বিবিজির টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। অন্য ইয়াবা কারবারিরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।