হাফিজের বিশ্বকাপ–স্বপ্নে এডিস মশার কামড়

এডিস মশা কামড়ালে কী হয়, সেটা সবারই জানা। হ্যাঁ, হাফিজের ডেঙ্গু ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার এমন খবরই দিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাফিজের প্রস্তুতিতে প্রথম বাধা হয়ে আসে পেটের পীড়া। যার জন্য তিনি পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি কাপের প্রথম পর্বে খেলতে পারেননি। সেই সমস্যা কাটিয়ে উঠে দ্বিতীয় পর্বের পুরোটাই খেলার আশা করেছিলেন। কিন্তু এবার তাঁর জন্য বাধা হয়ে এসেছে ডেঙ্গু।

হাফিজের ডেঙ্গু ধরা পড়েছে লাহোরে। ৬ অক্টোবর সেখানেই শুরু হওয়ার কথা পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় পর্ব। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, হাফিজের রক্তের প্লাটিলেট অনেক কমে গেছে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে জাতীয় টি-টোয়েন্টি কাপে খেলতে পারলেও হাফিজ কেমন করতে পারবেন, সে প্রশ্ন থেকেই যায়।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments