দশ জনের মিলানকে হারাতে ৯৭ মিনিট লাগল আতলেতিকোর

ফুটবল-বিশ্বকে বড্ড নিষ্ঠুর মনে হবে এসি মিলান সমর্থকদের কাছে।

সাতবারের শিরোপাজয়ী তাঁরা, তাও গত সাত বছর ইউরোপীয় প্রতিযোগিতার সবচেয়ে বড় এই আসরে মিলানকে দেখা যায়নি। সাত বছর পর এসেই নিজেদের জাতটা ঠিকই চেনাচ্ছে ক্লাবটা। কিন্তু তাতেও জয় ধরা দিচ্ছে না। আজ শেষ মুহূর্তে দুই গোল হজম করে আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরে বসেছে রোজোনেরিরা। এত ভয়ডরহীনভাবে খেলেও যদি না জেতা যায়, সবকিছু নিষ্ঠুর মনে হওয়াটাই স্বাভাবিক!

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments