তাহলে ছবিটি মুক্তি পাচ্ছে কবে? জানতে চাইলে ওই নির্মাতা বলেন, ‘আমরা দ্রুতই কাজ এগিয়ে নিচ্ছি। সব ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরে ছবিটি মুক্তি দিয়ে দেব।’
ছবিতে বুবলীর নায়ক আদর। পরিচালকের সঙ্গে আগে একটি ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা থাকলেও বুবলীর সঙ্গে এবারই প্রথম কাজ। আদর বলেন, ‘কাজের সময় বুঝতেই পারিনি, তাঁর সঙ্গে আমার প্রথম কাজ। কারণ, কাজের সময় এত এত সহযোগিতা পেয়েছি তাঁর কাছ থেকে, প্রথম কাজ করছি, ফিলই হয়নি।’ ‘তালাশ’ ছবিতে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশারসহ কয়েকজন র্যাম্প মডেল।