‘জিজ্ঞাসাবাদের’ জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। আজ বুধবার বিকেলে র্যাব-৪–এর কমান্ডার মোজাম্মেল হক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের গেরুয়া এলাকা থেকে বনি আমিন নামের ওই শিক্ষার্থীকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যান সাদাপোশাকের কয়েক সদস্য। বনি আমিন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের (৪৮তম ব্যাচ) শিক্ষার্থী ও রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র।
বনির বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়ভুনা গ্রামে। করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় গেরুয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন তিনি।