আমি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি: ঝুমন দাশ

আলাপকালে ঝুমন দাশ বলেন, ‘জেল থেকে বাইরে কী হচ্ছে বুঝতে পারিনি। তবে এখন জানতে পারছি, আমার সংকটে দেশ-বিদেশের কত মানুষ পাশে দাঁড়িয়েছেন। তাঁরা আমার পক্ষে কথা বলেছেন। আমি প্রধানমন্ত্রীসহ সবার কাছে কৃতজ্ঞ। এই ঋণ শোধ করার ক্ষমতা আমার বা আমার পরিবারের নেই।’

ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে ঝুমন দাশ গত ১৭ মার্চ থেকে কারাগারে ছিলেন। গত বৃহস্পতিবার তিনি হাইকোর্ট থেকে জামিন পান। ১৬ মার্চ হেফাজতে ইসলামের তৎকালীন কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ তুলে ১৭ মার্চ সকালে আশপাশের তিনটি গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে নোয়াগাঁওয়ের বাসিন্দাদের বাড়িঘর ও মন্দিরে হামলা ও ভাঙচুর চালায়। ঝুমন দাশকে ১৬ মার্চ রাতেই আটক করে পুলিশ। এরপর ২২ মার্চ শাল্লা থানায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।

মামুনুল হককে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগের বিষয়ে ঝুমন দাশ প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো ব্যক্তি বা ধর্মের বিরুদ্ধে কখনো লিখেছি, এটা কেউ দেখাতে পারবে না। আমি সব ধর্মকে সম্মান করি। আমি জেলে থাকার সময় আমার নামে ১৭টি ফেসবুক আইডি সচল ছিল। এসব তো আমি করিনি। আমার নাম ব্যবহার করে কেউ এসব করেছে। আমি আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদেও এটা বলেছি। আমি মিথ্যা বলি না। তবে আমার বিরুদ্ধে করা মামলার এজহারে যে তিনটি ফেসবুক পোস্টের কথা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে তৃতীয়টি আমার। অন্য দুটি আমার নয়। ঝুমন বলেন, আমি আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালত আমাকে যেসব শর্তে জামিন দিয়েছেন সবগুলো আমি যথাযথভাবে পালন করব।’

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments