হাসপাতালে চিকিৎসাধীন নানার মৃত্যুর খবর শুনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান মা। নানা ও মায়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায় ছোট্ট শিশুটিও। এক দিনে একই পরিবারের তিনজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে মারা যান সাজিদুর রহমান (৮২)। বাবার মৃত্যুর খবর শুনে তাঁর মেয়ে সুরাইয়া আক্তার (৪৫) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান দুপুরে। মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টা পর বিকেলে মারা যায় তাঁর মেয়ে সৈয়দা উলফাত (১২)।