শাহজালাল বিমানবন্দরে করোনা পরীক্ষা ও ফ্লাইট চালু নিয়ে অগ্রগতি নিয়ে আজ মঙ্গলবার বেলা একটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। এ সময় তিনি বলেন, আরব আমিরাতের নির্দেশনা অনুসারে, বিমানবন্দরে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আজ থেকে তা শুরু হওয়ার কথা ছিল। সংগত কারণে আজ যাত্রীরা যেতে পারছেন না। এর কারণ হলো, বিমানবন্দরে করোনা পরীক্ষায় জন্য নির্বাচিত ছয় বেসরকারি প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) আমিরাতের সম্মতি থাকতে হবে। এটি দুই সপ্তাহ আগেই পাঠানো হয়েছিল। সেখানে এটা এখনো বিবেচনাধীন আছে। এসওপির সম্মতি দ্রুত পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এসওপি সম্মতি না পাওয়ায় ফ্লাইট শুরু করা যায়নি।
বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আজকেও এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট ছিল। আমি সেটি বাতিল করে দিয়েছি। তাদের একটু চাপে রাখার কারণে এটা করেছি। বিমানবন্দরে যে ছয় প্রতিষ্ঠানের ল্যাব আছে, এগুলোর যদি অনুমোদন আজ বিকেলের মধ্যে হয়, তাহলেই ফ্লাইট চালু হবে। বিশেষ ফ্লাইট আপাতত আর দেব না।’ তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছি, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যে ল্যাবটি বসানো হয়েছে বিমানবন্দরে, সেটা যেন সবাই ব্যবহার করে যাত্রীরা বাইরে যেতে পারেন।’