বুন্দেসতাগে জয় পেয়েছেন দুই ট্রান্সজেন্ডার নারী

স্লাভেক নির্বাচনের এই ফলাফলকে অবিশ্বাস্য বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জার্মানের পশ্চিমাঞ্চলীয় রাজ্য নর্থ রিনে-ভেস্টফালিয়া থেকে নির্বাচিত হন। স্লাভেক ইনস্টাগ্রামে লিখেন, ‘আমি এখন পর্যন্ত জয়ের বিষয়টি বিশ্বাস করতে পারছি না। ঐতিহাসিক এই ফলাফলের কারণে আমি বুন্দেসতাগের একজন সদস্য হতে যাচ্ছি।’

স্লাভেকও দেশ জুড়ে ভিন্ন যৌন পরিচয়ধারীদের পরিচয় নির্মাণের পক্ষে আইনি পরিবর্তনের দাবি করেন। ১৯৬৯ সালে জার্মানে সমকামিতা নিষিদ্ধ করা হয়েছিল। পরে ২০১৭ সালে সমলিঙ্গের বিয়ের বৈধতা আসলেও জার্মান জুড়ে এলজিভিটি লোকদের ওপর সহিংসতা কমেনি, বরং বেড়েছে। দেশটির পুলিশের দেওয়া এক তথ্য মতে, গত বছর জার্মান জুড়ে এ ধরনের মানুষদের ওপর সহিংসতা ৩৬ শতাংশ বেড়েছে।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments