এহসান গ্রুপের চেয়ারম্যানের বিচার চাইলেন প্রতিষ্ঠানের মাঠকর্মীরা

পিরোজপুরে আমানতের টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তাঁর ভাইদের বিচার দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। আজ সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে প্রতারণার শিকার ২১ জন কর্মী সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।

এই কর্মীদের বাড়ি নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর, কলারদোয়ানিয়া, দেউলবাড়ি দোবড়া ও মালিখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তাঁরা (কর্মী) বিভিন্ন সময়ে গ্রাহকের কাছ থেকে প্রায় ছয় কোটি টাকা তুলে এহসান গ্রুপে জমা দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলন থেকে এহসান গ্রুপের আত্মসাৎ করা টাকা গ্রাহকদের ফেরত পাওয়ার ব্যবস্থা করে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। এ ছাড়া এহসান গ্রুপের চেয়ারম্যানসহ তাঁর ভাইদের বিরুদ্ধে করা মামলায় বিচারের দাবি জানানো হয়।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments