যে যার মতো বাণী দিয়ে যাচ্ছে। স্বপ্নের বাণী, ধর্মের বাণী, রাজনৈতিক বাণী, উড়িয়ে দেওয়া বাণী
দীপু মাহমুদ: কেন আমরা দায়িত্ব না নিয়ে ভাবি কেউ এসে আমাদের সমস্যার সমাধান করে দিয়ে যাবে? আমরা প্রচণ্ড গরমের প্রতীক্ষায় আছি। গরম এসে করোনা ভাইরাস মেরে ফেলবে। আমরা মুক্ত হব। আমরা এখন কেবল টাইমপাস করছি।
মহড়া দিচ্ছি। কোয়ারেন্টাইন, লকডাউন- এইসব আমদানি করা শব্দে উত্তেজনা আছে। শব্দের উচ্চারণ আমাদের পুরো দেহমনে বেশ অন্যরকম শুড়শুড়ি জাগিয়ে তুলছে। হুমড়ি খেয়ে পড়েছি তাতে আমরা। শুধু জানি না আমাদের কী করতে হবে। তাতে যে যার মতো বাণী দিয়ে যাচ্ছে। স্বপ্নের বাণী, ধর্মের বাণী, রাজনৈতিক বাণী, উড়িয়ে দেওয়া বাণী। কাউকে নিয়ন্ত্রণ করার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। আমরা মজা পাচ্ছি।
উলটেপালটে গড়াগড়ি দেওয়ার মজা। আশা করছি চকমকি শব্দের ঝনঝনানিতে দেশের মানুষকে হিপনোটাইজ না করে এবার দিকনির্দেশনা আসবে। দেশের মানুষ বাঁচানোর উদ্যোগ নেওয়া হবে। প্রত্যেকে সচেতন হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। অস্থির না হয়ে শান্ত হই। নিজে বাঁচব, আমাদের চারপাশে যারা আছেন তাদের বাঁচাব।
লেখক,অভিনয় শিল্পী ও কথাসাহিত্যিক দীপু মাহমুদের ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া ।