নাটকীয় ম্যাচ শেষে শীর্ষে লিভারপুল

লিভারপুল অবশ্য আবার এগিয়ে যেতে সময় নেয়নি। ৬৭ মিনিটে দলকে দ্বিতীয়বার এগিয়ে দেন কার্টিস জোন্স। এই তরুণ গোল করেই মাঠ ছাড়েন, মাঠে নামেন ফর্ম হারিয়ে খোঁজা রবার্তো ফিরমিনো। এই বদলি খুব একটা কাজে আসেনি। উল্টো ৮২ মিনিটে ব্রেন্টফোর্ডকে আবার সমতায় ফেরান ইয়োন ভিসা। ৪ মিনিট পর টনি ব্রেন্টফোর্ডকে জয় এনে দিয়েছেন বলেই মনে হয়েছিল। কিন্তু বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটা আর গোলের মর্যাদা পায়নি।

এই ড্রয়ে একমাত্র দল হিসেবে প্রিমিয়ার লিগে অপরাজিত থাকল লিভার পুল। ১৩ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার সিটি, চেলসি, ইউনাইটেড ও এভারটনের চেয়েও এগিয়ে রইল। তবে আগামী পরশু ব্রাইটন ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলে শীর্ষে উঠে যাবে দলটি।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments