ডেঙ্গুর সাধারণ বৈশিষ্ট্য হলো জ্বরের সঙ্গে গা ব্যথা করবে, নাকে পানি আসবে কম। সে হিসেবে গা ও চোখে ব্যথা, সর্দি-কাশি কম হলে আমরা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে শুরুতে ধারণা করি। আর কাশি, সর্দি হলে, গা ব্যথা না হলে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯-এর কথা চিন্তা করি। প্রাথমিকভাবে এই দুটির উপসর্গ একই। অন্তত মৃদু উপসর্গের হলে এমনটাই ধারণা করা যায়। আর কোভিড গুরুতর হলে তা অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা কমে যাওয়া দেখে বোঝা যায়। অন্যদিকে, ইনফ্লুয়েঞ্জাতে র্যাশ হয় না
Subscribe
Login
0 Comments
Oldest