নদীমাতৃক বাংলাদেশের মানুষের নদীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় কৈশোর থেকে। কিন্তু দখল ও দূষণে দেশের নদীগুলো হারিয়ে যেতে শুরু করেছে। নদীর নাব্যতা হারিয়েছে, হারিয়েছে সৌন্দর্য। তবু অনেক নদীর রূপ এখনো মন কাড়ে। বাংলার নদ-নদী একেক সময় একেক রূপ ধারণ করে। বর্ষার পানিতে প্রাণ ফিরে পায় নদী। শুকনা মৌসুমে থাকে উল্টা চিত্র। নদী রক্ষার তৎপরতা শুধু দেশেই নয় গোটা বিশ্বেই। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার পালিত হয় বিশ্ব নদী দিবস।
