সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জননেতা মাহবুবউল আলম এমপি এক শোক বার্তায় শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সন্তান, ‘প্রজন্ম ৭১’ এর সাবেক সভাপতি, গৌরব’৭১ এর উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক শাহীন রেজা নূর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।
শোক বার্তায় তিনি উল্লেখ করেন, মহান স্বাধীনতার চেতনা বাস্তবায়ন সুসংহত করতে এবং রাজাকার, আল বদর, আল শামসসহ দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে শাহীন রেজা নূরের সুদৃঢ় অবস্থান নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। তিনি আরও বলেন, দৈনিক ইত্তেফাকের সাবেক বার্তা ও নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর শুধু তার লেখনীর মাধ্যমেই নয় ব্যক্তিজীবনেও তিনি দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখেছেন। তিনি শুধু ‘প্রজন্ম ৭১’ গড়ে তোলায় নেতৃত্বই দেননি, একইসাথে কুখ্যাত আল বদর নেতা, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের শিরোমনি আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।
জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি শোক বার্তায় বলেন, আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।