দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দৌলতপুর উপজেলা কনফারেন্স রুমে মঙ্গলবার সকাল ১০টায় এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে,প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হান্নান, উপজেলা প্রকৌশলী ইফতেখার জোয়াদ্দার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সানোয়ার আলী। অনুষ্ঠানে সরকারী দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।