দেশের অহংকার
খন্দকার জালাল উদ্দীন
আকাশে ভাসে বাতাসে ভাসে
দেশের অহংকার,
শেখ হাসিনা প্রধান মন্ত্রী
জাতীর কর্ণধার।
এনেছি আমরা সবুজের বুকে
লাল সূর্য্য দেশের পতাকা,
মুক্তি যুদ্ধে স্তব্ধ করেছে
শত্র“দের হাতিয়ার।
সম্মান নিয়ে বেঁচে আছি
অভাব মোদের নাই,
দিনে-রাতে কলে-কারখানায়
কাজ করে যায়।
ফসল ভরা মাঠ আমাদের
পাঁকা ধানের ক্ষেত,
শাপলা ফোঁটে খালে বিলে
নাইকো তার শেষ।
পদ্মায় পায় রূপালী ইলিশ
খালে বিলে মাছ,
মাছে ভাতে বাঙলী আজ
সেজেছে নতুন সাজ।
সুস্থ জীবনে আছে স্বপ্ন
ভাল থাকবার জয়,
পৃথিবী জুড়ে সম্মানী জাতী
এ হবে মোদের প্রত্যয়।
সামনে এগিয়ে যাওয়া
নতুন প্রেরণা,
আমাদের প্রধান মন্ত্রী
শেখ হাসিনা।
আল্লাহ মোদের সহায় আছে
পীর আউলিয়ার দেশ,
বিপদে আপদে স্বরণ করি
নেইকো তাঁহার শেষ।