দ্য বিডি রিপোর্ট ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল গভীর শোক প্রকাশ করেছেন।
তাবিথ আউয়াল তার ফেসবুকে স্ট্যাটাস দেন
ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন সেই সুদীপ্ত রাজনীতিবিদদের একজন, যাদের আভা আলোকিত করেছে দেশের মানুষকে। মুক্তিযুদ্ধের সময় ভারতের সাথে আলোচনায় তিনি ছিলেন অগ্রসৈনিক, দায়িত্ব পালন করেছেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের উপ-রাষ্ট্রপতির। এছাড়া সারাজীবন তাকে একজন স্নেহপ্রবণ অভিভাবক হিসেবে পাশে পেয়েছি আমি।
মওদুদ আহমেদের মৃত্যুতে এক বিরাট শূন্যতা তৈরি হলো। তার রেখে যাওয়া দিকনির্দেশনা ভবিষ্যতে আমাদের পথ দেখাবে৷ আর দেশের মানুষের প্রতি তার নিবেদন, অবদান চিরস্মরণীয় করে রাখবে ব্যারিস্টার মওদুদ আহমেদকে