গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন একটি শাশ্বত দাবি। এই দাবি সব সময়ই জনগণ পোষণ করে। বর্তমান সরকার তিনটি নির্বাচনের মাধ্যমে নির্বাচন শব্দকে নির্বাসিত করেছে। তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো আলোচনা বা আন্দোলনের দরকার নেই। যে যেই ব্যানারেই আন্দোলন করেন না কেন, আন্দোলনে একদফা শেখ হাসিনার সরকারের পতন। আমাদের সকল চিন্তা, চেতনা, সামর্থ্য, শক্তি একত্রিত করে এই আন্দোলনে নেমে পড়তে হবে।’
নির্বাচন কমিশন নিয়ে গয়েশ্বর বলেন, নির্বাচন কমিশনে কে থাকবেন, না থাকবেন- এই তর্কে কোনো সময় দেওয়ার দরকার নাই। আমাদের প্রত্যেকের মামলা, মোকদ্দমা, হয়রানি, নির্যাতন, কারাবাস সবকিছুর উত্তর এক জায়গায়, যার বিরুদ্ধে লড়ছি তাঁকে সরাতে হবে। আর যার জন্য লড়ছি সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে।’