শরৎ আকাশ
খন্দকার জালাল উদ্দীন
শারদীয় প্রভতে থেমে থেমে
বৃষ্টি ঝর ঝর ঝরছে,
আকাশে মেঘের মেলা
যেন খেলা করছে।
বাতাসে বলাকারা সারি সারি
পাখা মেলে উড়ছে,
কাজল মেঘের ফাঁকে ফাঁকে
সূর্যটা লুকোচুরি খেলছে।
পাহাড় চূড়া যেন সাদা মেঘ
বীরের মত মাথা তুলেছে,
নদী তীরে শরতের রং মেখে
শ্যামলীনি কাশ ফুল দুলছে।
The post শরৎ আকাশ/খন্দকার জালাল উদ্দীন appeared first on Thebdreport24.com। bangla online news portal.