লন্ডন মেট্রোপলিটন বিশেষায়িত অপরাধ কমান্ডের গোয়েন্দাপ্রধান পরিদর্শক নেইল জন বলেন, ‘বৃহত্তর লিউশাম, গ্রিনউইচ ও কিডব্রুকের সবাইকে অত্যন্ত মনোযোগের সঙ্গে এই ছবির ব্যক্তিকে খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে। হতে পারে, আপনি এই ব্যক্তিকে চেনেন বা সম্প্রতি দেখে থাকতে পারেন।’
যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের স্যান্ডি এলাকায় বেড়ে উঠেছেন সাবিনা নেছা। ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ারে শিক্ষা নিয়ে পোস্টগ্র্যাজুয়েট করেছেন তিনি। তিনি দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।