ভারতে কোনো ব্যক্তিই নিরাপদ নয়

দ্য বিডি রিপোর্ট ডেস্ক : বৃটেনের জনপ্রিয় পত্রিকা ডেইলি মেইলের একটি রিপোর্টের প্রথম লাইন নো ওয়ান ইন ইন্ডিয়া ইজ সেফ। অর্থাৎ ভারতে কোনো ব্যক্তিই নিরাপদ নয়। দাবানলের মতো পরিবার থেকে পরিবারে ছড়িয়ে পড়ছে এই রূপান্তরিত

 

 

করোনাভাইরাস। মাত্র তিনদিনে সেখানে কমপক্ষে ১০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। মারা যাচ্ছে শিশুরা। মারা যাচ্ছেন অন্তঃসত্ত্বা। হাসপাতালের বাইরে লাশের সারি। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের স্থানে গণহারে জ্বলছে চিতা। এক ভয়াবহ দৃশ্য চারদিকে। এ রিপোর্টের সঙ্গে প্রমাণ হিসেবে ডেইলি মেইল প্রকাশ করেছে প্রচুর ছবিও।

 

 

 

তাতেই ফুটে উঠেছে ভয়াবহতা কতটা গভীর। এতে বলা হয়েছে, বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা এখন ভারতে। সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হলো নয়াদিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র। এসব স্থানে হাসপাতালে বেড নেই। অক্সিজেন নেই। অনেক রোগীকে নিজের প্রাইভেটকারের ভিতর অক্সিজেন নিতে দেখা গেছে। এমন পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন সেখানকার সাংবাদিক আশীষ শ্রীবাস্তব।

 

 

বৃটেনের জনপ্রিয় পত্রিকা ডেইলি মেইলে প্রকাশিত ছবিগুলো আমাদের অধিক অধিকতর সতর্ক হওয়ার শিক্ষা দেয়। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। ভারতে নেমে আসুক শান্তির বারতা।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments